করোনায় আক্রান্ত ও বন্যার্তদের সহায়তা দিচ্ছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি
‘মানুষ মানুষের জন্য’ স্লোগান নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ও বন্যাকবলিত মানুষদের সহায়তা দিচ্ছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের অলাভজনক এ সংগঠনের পক্ষ থেকে দেশের বন্যাকবলিত এলাকা ও করোনা আক্রান্ত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে। সংগঠনটির এক ভার্চুয়াল সভা শেষে এ তথ্য জানানো হয়।
বন্যা ও নদী ভাঙনকবলিত শরীয়তপুরের তিনটি এলাকার ৭০০ পরিবারকে এক হাজার করে নগদ টাকা, টাঙ্গাইলে ৩২৫টি পরিবারকে ১৫ দিনের খাদ্য সামগ্রী দেওয়া হবে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টামণ্ডলীর সভাপতি সমাজসেবী মোয়াজ্জেম হোসেন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ৩৫টি পরিবারকে স্থায়ীভাবে স্বাবলম্বী হতে ৫ লাখ টাকা ব্যয়ে ২০টি সেলাই মেশিন, ১০টি ভ্যান গাড়ি এবং ৫টি গাভী দেওয়ার ঘোষণা দেন।
রোববার বিকেলে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত জুম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুল হক সেন্টু। সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং অনুষ্ঠিত জুম সভায় অন্যান্যের বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মাসুদ রব চৌধুরী, শিপার চৌধুরী, ড. জয়নুল আবেদীন, ইঞ্জিনিয়ার মোখলেস ভূইয়াঁ, সাজিয়া হক মিমি, ইলিয়াস সিকদার, খন্দকার মোর্শেদ, রফিকুল ইসলাম, কাজী গোলাম রহমান মানিকসহ অন্যান্য সদস্য।